লক্ষ্মীপুরের রামগতিতে ১২ মামলার আসামি শেখ ফরিদকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার আলেকজান্ডার বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত শেখ ফরিদ রামগতির চর গজারিয়ার বাসিন্দা মো. হোসেনের ছেলে। তার বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্রসহ ১২টি মামলা রয়েছে বলে জানায় পুলিশ।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইকবাল হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ডাকাতি ও অস্ত্রসহ ১২ মামলার আসামি শেখ ফরিদকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।
বিডি-প্রতিদিন/ ১৪ এপ্রিল, ২০১৬/ রশিদা