চুয়াডাঙ্গার মাছেরদাড়ী গ্রামে বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তের বোমা হামলায় তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন- চুয়াডাঙ্গা সদর থানার মাছেরদাড়ী গ্রামের মৃত সাহেব আরীর ছেলে সাগর (২৮), মো. জাহাঙ্গীর আলীর ছেলে তোতা (২২) ও মো. রহমত আলীর ছেলে বিষু (৩০)।
আহত সাগর জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে তারা মাছেরদাড়ী গ্রামের সোনারবাংলা ক্লাবের সামনে বসে গল্প করছিলেন। এ সময় ৩-৪ জন দুর্বৃত্ত তাদের লক্ষ্য করে একটি বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়।
স্থানীরা রাতেই তাদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
বিডি-প্রতিদিন/১৫ এপ্রিল ২০১৬/ এস আহমেদ