বাঙালীদের প্রাণের উৎসব পহেলা বৈশাখ। সেই সাথে মারমা সম্প্রদায়ের সাংগ্রাইং উৎসব। এই দুই উৎসবে মেতে উঠেছিল পাহাড়বাসীরা।
বৃহস্পতিবার সকালে পহেলা বৈশাখ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বর্ণিল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক ঘুরে এসে টাউন হল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে বৈশাখ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শোভাযাত্রায় খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল স.ম. মাহবুব-উল-আলম, জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান ও পুলিশ সুপার মজিদ আলীসহ বিভিন্ন সংগঠন ও পাহাড়ি-বাঙালী তরুণ-তরুণীরা নিজস্ব পোষাকপরিচ্ছদ পরে অংশ নেয়।
অন্যদিকে, জেলা সদরের পানখাইয়া পাড়া এলাকায় চলছে মারমা সম্প্রদায়ের সাংগ্রাইং উৎসব উপলক্ষে জলকেলীসহ নানা খেলাধুলা। মারমা তরুণ-তরুণীরা সাংগ্রাইং উৎসবকে আরো বেশী প্রাণবন্ত করে তুলেছে জলকেলী উৎসবের মধ্য দিয়ে।
পছন্দের জুটিঁরা দল বেঁধে জলকেলী বা পানি খেলা উৎসবে মেতে উঠেছে। এছাড়া চলছে ছাতা নৃত্য, জলকেলী নত্যৃসহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠান।
পাহাড়ের বর্ণিল বৈসাবি উৎসব উপভোগ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকে মুখরিত খাগড়াছড়ি। বৈশাখের প্রথমদিনে জেলার বৌদ্ধ বিহারগুলোতে চলেছে বিশেষ প্রার্থনা।
বিডি-প্রতিদিন/১৫ এপ্রিল ২০১৬/ হিমেল-০৫