হবিগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে তিনজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো পাঁচজন। শনিবার দুপুরে এসব ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায়, দুপুরে হঠাৎ জেলার বিভিন্ন স্থানে ঝড় ও বজ্রসহ প্রচন্ড বৃষ্টিপাত শুরু হয়। ঝড়ের সময় সদর উপজেলার কাকিয়ারআব্দা গ্রামের কৃষক আবিদ আলী (২২) ঘুঙ্গিয়াজুড়ি নামক হাওরে ধান কাটছিলেন। এ সময় বিকট শব্দে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
অন্যদিকে, দুপুরে বাড়ির পাশের জমি থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে গুরুতর আহত হন লাখাই উপজেলার বুল্লা ইউনিয়ন যুবলীগের সভাপতি রমজান আলী (৪০)। পরে স্থানীয়রা উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, একই উপজেলার ভাদিকারা গ্রামের বাসিন্দা মশ্বব আলীর ছেলে দিনমজুর শফিকুল ইসলাম (৩২) গ্রামের নিটকবর্তী স্থানে মাটি কাটছিলেন। দুপুরে ঝড় শুরু হলে বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই মারা যান। এছাড়া বজ্রপাতে আরো পাঁচজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/১৬ এপ্রিল ২০১৬/ হিমেল-১৩