ঝিনাইদহ-৩ (মহেশপুর-কোটচাঁদপুর) আসনের বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য (এমপি) আলহাজ শহীদুল ইসলাম মাস্টার(৬৭) ইন্তেকাল করেছেন (ইন্না নিল্লাহি...রাজিউন)।
বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে রাজধানীর গ্যাস্ট্রোলিভার হাসপাতালে তিনি মারা যান বলে নিশ্চিত করেছেন মহেশপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মমিনুর রহমান।
জানা গেছে, শহীদুল ইসলাম মাস্টার দীর্ঘ দিন ধরে লিভার টিউমারে ভুগছিলেন। তিনি রাজধানীর পান্থপথের গ্যাস্ট্রোলিভার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত ৩০ জানুয়ারি গুরুতর অসুস্থ অবস্থায় তাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে অবস্থার উন্নতি না হলে তাকে দেশে ফেরত পাঠানো হয়। এরপর তাকে ফের গ্যাস্ট্রোলিভার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ তিনি মারা যান।
৯৫০ সালে সাবেক সংসদ সদস্য শহীদুল ইসলাম মাস্টার মহেশপুর উপজেলার ভালাইপুর গ্রামে এক কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন। ১৯৭৪ সালের ১ নভেম্বর মহেশপুর মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের শারীরিক শিক্ষক হিসাবে যোগদান করেন। পরে ১৯৯০ সালে মহেশপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে অংশগ্রহণ করেন। তিনি ১৯৯১ সালে বিএনপির মনোনয়ন নিয়ে ঝিনাইদহ-৩ আসন থেকে সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে বিপুল ভোটে জয়লাভ করেন। পর পর তিনবার ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়া কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ও জেলা বিএনপির বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।
এদিকে ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য শহীদুল ইসলাম মাস্টারের মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ করেছেন জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি মসিউর রহমান, ঝিনাইদহ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল আজম খান চঞ্চল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ময়জুদ্দীন হামিদ, পৌর মেয়র আব্দুর রশিদ খাঁন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মাওলানা আব্দুল হাই, সাবেক পৌর মেয়র এ্যাড. আমিরুল ইসলাম খাঁন চুন্নু, কেন্দ্রীয় জাসাসের মহাসচিব নেতা কণ্ঠ শিল্পী মনির খান প্রমুখ।
বিডি-প্রতিদিন/২১ এপ্রিল, ২০১৬/মাহবুব