বরিশালের বাবুগঞ্জ ডিগ্রী কলেজ কেন্দ্রে এইচএসসি পরীক্ষায় প্রক্সি দেওয়ায় শাহিন ঢালী নামের এক যুবককে আটক করেছে পুলিশ। পরে তাকে দুই বছরের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডপ্রাপ্ত শাহীন উপজেলার চাঁদপাশা গ্রামের রত্তন ঢালীর ছেলে।
বাবুগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান জানান, বৃহস্পতিবার বিকেলে তাদের কলেজ কেন্দ্রে এইচএসসি’র কারিগরি শাখার বানিজ্য ভূগোল পরীক্ষা চলছিলো। এ সময় চাঁদপাশা বিএম ইন্সটিটিউটের শিক্ষার্থী মিজানুর রহমানের পরিবর্তে শাহীন ঢালী পরীক্ষায় অংশ নেয়। বিষয়টি কক্ষ পরিদর্শকরা দেখতে পেয়ে শাহিনকে আটক করে পুলিশে দেয়।
পরে তাকে বাবুগঞ্জের ইউএনও আফরোজা বেগম পারুলের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে বিচারক শাহীনকে দুই বছরের কারাদণ্ড দিয়ে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
বিডি-প্রতিদিন/২১ এপ্রিল, ২০১৬/মাহবুব