সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ফরিদুল ইসলাম (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা নির্বাহী অফিসার সন্দ্বীপ কুমার সরকার এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
দণ্ডপ্রাপ্ত ফরিদুল ইসলাম উল্লাপাড়া উপজেলাধীন সলঙ্গা থানার হাবিবপুর গ্রামের মৃত ওসমান আলীর ছেলে।
র্যাব-১২ ক্যাম্প কমান্ডার অ্যাডিশনাল এসপি আকরামুল হোসেন জানান, হাবিবপুর গ্রামে অভিযান চালিয়ে দেড়শ কেজি ওজনের শুকনো গাঁজার গাছসহ ফরিদুলকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯ (১) টেবিলের ৭(খ) ধারায় তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। আদালতের নির্দেশে গাঁজা গাছগুলো পুড়িয়ে ফেলা হয়েছে। সন্ধ্যার পর দণ্ডপ্রাপ্ত ফরিদুলকে কারাগারে প্রেরণ করা হয়েছে বলেও তিনি জানান।
বিডি-প্রতিদিন/২১ এপ্রিল, ২০১৬/মাহবুব