নেত্রকোনায় ব্যাটারি চালিত অটো রিক্সা, মোটর সাইকেল, মনোহারীসহ ৬ টি দোকান আগুনে পুড়ে ছাঁই হয়ে গেছে। জানা গেছে, শুক্রবার ভোর রাতের দিকে পৌর শহরের বড় ষ্টেশন এলাকার উসমান গনির ব্যাটারি চালিত অটোর গ্যারেজ থেকে আগুনের সূত্রপাত হয়।
মূহুর্তেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়লে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে স্থানীয়দের সহায়তায় নেত্রকোনা ফায়ার সাভির্সের সদস্যরা প্রায় ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। এ সময় অগ্নিকান্ডে ইলেকট্রনিক, মনোহারীসহ ছয়টি দোকানের সকল মালামাল পুড়ে যায়।
আগুনে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। ফায়ার সার্ভিসের টিম লিডার উত্তম সরকার অগ্নিকান্ডের সত্যতা স্বীকার করে বলেন তাদের কাছে ৪ টি দোকানের তালিকা রয়েছে।
ব্যাটারি চালিত অটোর গ্যারেজ থেকে আগুনের সূত্রপাত হওয়ায় দ্রুত আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।
বিডি-প্রতিদিন/২২ এপ্রিল ২০১৬/ হিমেল-০৩