লক্ষ্মীপুরের দাসেরহাটে স্কুলছাত্রী ধর্ষণের ঘটনার মামলার প্রধান আসামী জামাল উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ শুক্রবার ভোর রাতে চট্টগ্রামের ঈদগাহ এলাকার একটি ব্যাচেলর বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা পুলিশের কাছে স্বীকার করেছেন জামাল। গ্রেফতারকৃত জামাল উদ্দিন স্থানীয় গোবিন্দপুর গ্রামের আব্দুল হাসিমের ছেলে।
লক্ষ্মীপুরের দাসেরহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পুলিশ পরিদর্শক গণেশ চন্দ্র শীল জানান, স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামী জামাল উদ্দিন চট্টগ্রামের ডবলমুরিং থানার ঈদগাহ এলাকার একটি ব্যাচেলর বাসায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জামাল ধর্ষণের ঘটনার কথা স্বীকার করেছে বলে জানান তিনি। অন্য আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
প্রসঙ্গত, গত ১৬ এপ্রিল শনিবার সন্ধ্যার পর সদর উপজেলার দাসেরহাট রূপাচরা সফি উল্যা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণি পড়ুয়া এক ছাত্রী খাতা ও কলম কেনার জন্য বাড়িসংলগ্ন দাসেরহাট বাজারে যায়। পরে বাড়ি ফেরার পথে স্থানীয় যুবলীগ নেতা জামাল উদ্দিন ও তার সহযোগী ওসমান ওই ছাত্রীকে কৌশলে দাসেরহাট বাজারের জামালের ভাড়া বাসায় নিয়ে ধর্ষণ করে। এ ঘটনার পরদিন সকালে ধর্ষক জামাল ও তার সহযোগী ওসমানকে আসামী করে মামলা করেন ভিকটিমের ভাই শিব্বির আহমদ।
বিডি-প্রতিদিন/২২ এপ্রিল ২০১৬/শরীফ