ক্ষমতার রাজনীতির দাবা খেলায় হেরে গিয়ে বিএনপি এখন নাশিরে ভাঙ্গা রেকর্ড অবিরাম বাজিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ শুক্রবার সকালে নোয়াখালীর জেলা শহর মাইজদীতে অরুণচন্দ্র উচ্চ বিদ্যালয়ের শতবার্ষিকী উদযাপন ও সাবেক ছাত্র পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
নিজ দলের সম্মেলন প্রসঙ্গে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর এই সদস্য বলেন, 'সম্মেলনে ইতিবাচক পরিবর্তনের মানসিকতা নিয়ে নবীন ও প্রবীণদের সমন্বয়ে ভারসাম্যপূর্ণ নেতৃত্বের বিকাশ ঘটবে। নেতৃত্বে, ঘোষণাপত্রে, গঠনতনে্ত্র ঐহিত্য ও প্রযুক্তির সমন্বয়ে সময়ের চাহিদা মেটানো হবে। সম্মেলনের মধ্য দিয়ে একঝাঁক নতুন নেতৃত্বে আসবে। সেইসঙ্গে প্রবীনরা থাকবেন।'
ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, 'জেলা ও উপজেলা নেতাদের বিরুদ্ধে মনোনয়ন বাণিজ্যের অভিযোগ উঠেছে। এসব মনোনয়ন বাণিজ্যের বিরুদ্ধে তদন্ত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।'
বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি একেএম আবু নাছের চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. ইলিয়াছ শরীফ পিপিএম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ড. মাহে আলম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলাম।
বিডি-প্রতিদিন/২২ এপ্রিল ২০১৬/শরীফ