চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ছাগলে ক্ষেত খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় তোজাম্মেল হক টুনু (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তোজাম্মেল হক টুনু হচ্ছেন নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের সরোলা গ্রামের মৃত খসবুর আলীর ছেলে। এঘটনায় পুলিশ দুই মহিলাকে আটক করেছে।
জানা গেছে, গতকাল বিকেলে সরোলা গ্রামের জনৈক ফারুকের একটি ছাগল তোজাম্মেলের ক্ষেতের ফসল খায়। এ ঘটনার পর তোজাম্মেল ছাগলটি ধরে স্থানীয় খোয়াড়ে নিয়ে যাওয়ার সময় ফারুকের লোকজন তোজাম্মেলের ওপর হামলা চালায়।
এসময় তার দুই ছেলে নাসির (২৫) ও বাসির (২৭) পিতাকে বাঁচাতে এগিয়ে এলে তাদেরও বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে নাচোল উপজেলা হাসপাতালে ভর্তি করে।
এদিকে, আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে তোজাম্মেল হক টুনু চিকিৎসাধীন অবস্থায় নাচোল উপজেলা হাসপাতালে মারা যান। এ ঘটনায় নাচোল থানা পুলিশ ফারুকের স্ত্রী মানুয়ারা ও সমির উদ্দিনের স্ত্রী হাজেরা বেগমকে আটক করেছে।
নাচোল থানার ওসি ফাছিরুদ্দিন বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডি-প্রতিদিন/২২ এপ্রিল ২০১৬/শরীফ