দিনাজপুরের বিরামপুর উপজেলার ধানগড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২৬ মাদক সেবী ও বিক্রেতাকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ও পুলিশ। আজ শুক্রবার সকাল সোয়া ১১টার দিকে তাদের আটক করা হয়।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুজ্জান জানান, র্যাব ও পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সকালে ধানগড়া এলাকায় অভিযান চালায়। এসময় মাদক সেবন ও বিক্রির দায়ে ২৬ জনকে আটক করা হয়।
বিডি-প্রতিদিন/২২ এপ্রিল ২০১৬/শরীফ