বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ও তমব্রু সীমান্তবর্তী এলাকায় অবৈধভাবে অনুপ্রবেশকারী ২৬ মিয়ানমার নাগরিককে নিজ দেশে ফেরত পাঠিয়েছে বিজিবি।
শুক্রবার ভোর থেকে সকাল ১১টা পর্যন্ত ঘুমধুম ও তমব্রু সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানান বিজিবি কক্সবাজার ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরান উল্লাহ সরকার।
তিনি বলেন, শুক্রবার ভোর থেকে সকাল ১১টা পর্যন্ত বিভিন্ন সময় তারা অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করে। বিজিবির টহল দলের সদস্যরা তমব্রু পশ্চিমকূল ও বেতবুনিয়া বাজার এলাকায় বিচ্ছিন্নভাবে ঘোরাঘুরি করার সময় এ ২৬ মিয়ানমার নাগরিককে আটক করে।
পরে বেলা ১২টার দিকে ঘুমধুম সীমান্ত দিয়ে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়।
বিডি-প্রতিদিন/২২ এপ্রিল ২০১৬/ এস আহমেদ