পটুয়াখালীর কলাপাড়ায় এক সন্তানের জননী গৃহবধূ মানবিকা মজুমদার হীরার (২৪) রহস্যজনক মৃত্যু হয়েছে। পুলিশ বৃহস্পতিবার রাত সাড়ে এগারটার দিকে পৌর শহরের টিএনও অফিস সড়কের বাসা থেকে ওই গৃহবধূর মৃত দেহ উদ্বার করে।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই রাতেই গৃহবধূর স্বামী হোমিওপ্যাথি চিকিৎসক গৌতম মজুমদারকে আটক করেছে পুলিশ। এদিকে শুক্রবার সকালে ঐ গৃহবধূর লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে কলাপাড়া থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মাস্টার্স প্রথম বর্ষের ছাত্রী মানবিকা মজুমদারের গ্রহ নামে চার বছরের এক সন্তান রয়েছে বলে জানা গেছে।
কলাপাড়া থানার ওসি জিএম শাহনেওয়াজ সাংবাদিকদের জানান, খবর পেয়ে বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্বার করা হয়েছে। বাসায় কাউকে না পাওয়ায় গৃহবধূর স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে বিষয়টি পরিস্কার হওয়া যাবে।
বিডি-প্রতিদিন/২২ এপ্রিল ২০১৬/ হিমেল-১৩