জমি সংক্রান্ত বিরোধের জেরে পটুয়াখালী সদর উপজেলার কমলাপুরে দু’পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছে।
আজ সকাল ১০ টার দিকে কমলাপুর ইউনিয়নের উত্তর ধরান্দি গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে ১১ জনকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে গুরুত্বর আহত কাসেম সরদারকে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।
আহতরা হলেন, কাসেম সরদার (৫০) তার ছেলে জাফর সরদার (২৭), রাশেদা বেগম (৩৫), আম্বিয়া বেগম (৪০), জেসমিন বেগম (৩০) রাহাত (২৫), রাজ্জাক রাঢ়ী (৫০) আলম রাঢ়ী (৪০), নজিমন বেগম (৪৫), খাদিজা বেগম (৩০), অসিম সরদার (২৫) ও খোকন আকন (৩০)। এদেরকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া এদের মধ্যে কাসেম সরদারকে বরিশাল শেবাচিমে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে কাসেম সরদারসহ তার লোকজন বাড়ীর পাশের একটি জমিতে মুগ ডাল তুলতে থাকে। খবর পেয়ে রাজ্জাক রাঢ়ী ও তার লোকজন ঘটনাস্থলে এসে বিতর্কিত ওই জমি তাদের দাবী করে কাসেম সরদারকে ডাল তুলতে বাধা দেয়। এতে উভয় পক্ষের মধ্যে বাকবিতন্ডা হয়।
এর কিছুক্ষন পরে রাজ্জাক রাঢ়ীর লোকজন দেশীয় লাঠি-সোটা ও ধারালো অস্ত্র নিয়ে কাসেম সরদার ও তার লোকজনের উপর হামলা চালায়। খবর পেয়ে কাসেমের লোকজনও ধারালো অস্ত্র নিয়ে পাল্টা হামলা চালালে উভয় পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে।
বিতর্কিত ওই জমি উভয় পক্ষই নিজেদের বলে দাবী করছেন। কাসেম সরদারের দাবী আদালতের রায়ে ওই জমি তাদের। এদিকে রাজ্জাক রাঢ়ীর দাবী ক্রয় সূত্রে ওই জমির মালিক তিনি।
সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) সাহেব আলী পাঠান বিষয়টি নিশ্চিত করে জানান, মুগ ডাল নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে এক পক্ষের ৫ জন ও অন্য পক্ষের ৬ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে এক জনকে গুরুত্বর অবস্থায় বরিশালে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/২২ এপ্রিল ২০১৬/ হিমেল-১৪