দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, আজকের শিক্ষার্থীদের ভবিষৎ উজ্জল, কিন্তু একটি মাত্র সমস্যা হলো দুর্নীতি। এদেশ আমাদের সকলের । এদেশে দুর্নীতি কমাতে হবে। দুর্নীতির অভিযোগে বর্তমান কমিশন অনেককে গ্রেফতার করেছে। যারা দুর্নীতি করবে কাউকে ছাড় দেওয়া হবে না।
আজ সকালে ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে সাভার বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে দুর্নীতি বিরোধী সমাবেশ ও আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এসময় দুদক চেয়ারম্যান আরো বলেন, দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম করতে হবে। সবাইকে সাথে নিয়ে আমরা দুর্নীতিবাজদের আইনের আওতায় নিয়ে আসবো। এ সময় তিনি সকলকে দুর্নীতি থেকে বিরত থাকতে বলেন।
ঢাকা জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা.এনামুর রহমান, দুর্নীতি দমন কমিশনের মহা-পরিচালক ড. শামসুল আরেফিন, বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থীসহ গণ্যমান্য ব্যক্তিরা।
পরে রচনা প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদর মাঝে পুরুস্কার বিতরণ করেন তিনি। অনুষ্ঠানের শুরুতে দুদক চেয়ারম্যান ইকবাল মাহামুদ অনুষ্ঠানে আগত সকলকে দুর্নীতি বিরোধী শপথ বাক্য পাঠ করান।
বিডি-প্রতিদিন/২২ এপ্রিল ২০১৬/ হিমেল-১৭