নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় এক গৃহবধূকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত নাজমা বেগম (৩২) দক্ষিণ চরক্লার্ক গ্রামের ফিরোজ আহমদের স্ত্রী। তিনি ৫ সন্তানের জননী। আজ দুপুরে স্বামী ফিরোজ আহমদের বাড়ী থেকে মরদেহটি উদ্ধার করেছে পুলিশ।
নিহতের স্বামী ফিরোজ জানান, জমি নিয়ে হাতিয়ার আবুল বাসারের সাথে দীর্ঘ দিন তার বিরোধ চলেছে। এ নিয়ে সম্প্রতি আবুল বাসার তাকে আসামী করে থানায় মামলা দায়ের করেন। এরপর থেকে পুলিশের ভয়ে রাতে বাড়ির বাইরে থাকেন ফিরোজ।
শুক্রবার মধ্যরাতে পুলিশ আসছে এমন খবরে স্ত্রীকে ঘরে রেখে আত্মগোপনে চলে যান ফিরোজ। সকালে স্ত্রীর গলাকাটা মরদেহ পড়ে থাকার খবর পান তিনি।
এ ব্যাপারে চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন জানান, হাতিয়ার আবুল বাসার নামে এক ব্যক্তির সাথে নিহতের স্বামীর জমি নিয়ে বিরোধ রয়েছে। তবে হত্যাকান্ডের সাথে এর কোনো সম্পর্ক আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। মরদেহ ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডি-প্রতিদিন/২২ এপ্রিল ২০১৬/ হিমেল-১৮