ময়মনসিংহের ভালুকায় হাসপাতালের স্টোর রুমের জানালার গ্রীল কেটে একশত ৯২ টি কালাজ্বরের স্প্রে মেশিনের মুল্যবান যন্ত্রাংশ চুরি হয়েছে। এতে ক্ষতির পরিমান আনুমানিক প্রায় অর্ধকোটি টাকা ধারণা করা হয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানান, আগামী ২৩ এপ্রিল জাতীয় কালাজ্বর নিধন দিবস উপলক্ষে সারাদেশের ন্যায় ভালুকায় কালাজ্বর নিধন ওষুধ স্প্রে করার কথা ছিল। এজন্য স্প্রে মেসিন সরবরাহ করতে সংশ্লিষ্ট কর্মকর্তারা স্টোর রুম খুলে দেখেন মেসিনের মুল্যবান যন্ত্রাংশ নেই। স্টোর রুমের বাহিরের অংশের জানালার গ্রীল কেটে এসব যন্ত্রাংশ চুরি হয়েছে।
পরে ময়মনসিংহের সিভিল সার্জন ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনাটি তদন্ত করার জন্য ভালুকা হাসপাতালের ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
এ ঘটনায় ভালুকা মডেল থানায় জিডি করা হয়েছে।
এদিকে এ ঘটনায় ভালুকা উপজেলা স্প্রে কার্যক্রম ব্যাহত হওয়ার আশংকা রয়েছে।
বিডি-প্রতিদিন/২২ এপ্রিল ২০১৬/ হিমেল-২০