ঝিনাইদহে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের গুলিতে রুবেল হোসেন নামে এক যুবক আহত হয়েছে। শুক্রবার রাত ১২টার দিকে হরিণাকুণ্ডু উপজেলার বালিরট্যাক নামক স্থানে এ ঘটনা ঘটে।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার গোপিনাথ কানজিলাল জানান, রুবেল হোসেন রাতে রঘুনাথপুর ইউনিয়নের সতন্ত্র প্রার্থী রাসেল হোসেনের নির্বাচনী গণসংযোগ শেষে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে বালিরট্যাক নামক স্থানে পৌঁছলে প্রতিপক্ষরা তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। এতে রুবেল হোসেন গুলিবিদ্ধ হলে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে।
বিডি-প্রতিদিন/২৩ এপ্রিল ২০১৬/ এস আহমেদ