চাঁপাইনবাবগঞ্জে নির্বাচনী ক্যাম্পেইন করার সময় মোটরসাইকেল দুর্ঘটনায় দুরুল হুদা (৩০) নামে এক আ’লীগ কর্মী নিহত হয়েছেন। আজ বেলা সাড়ে ১১ টার দিকে চাঁপাই-গনশাপাড়া সড়কের বিলের ধারে এ ঘটনা ঘটে।
নিহত দুরুল হুদা সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের চাঁপাই হঠাৎপাড়া গ্রামের গোলাম মোস্তফা মোসার ছেলে।
জানা গেছে, নিহত দুরুল হুদা আ’লীগের চেয়ারম্যান প্রার্থী আসাদুর রহমান মান্নুর পক্ষে গনশাপাড়ার ভোটারদের আনতে মোটরসাইকেল যোগে সেখানে যাচ্ছিলেন। এমন সময় পাথরে পিছলে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে একটি অটোরিক্সার সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হন তিনি।
পরে গুরুত্বর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে বেলা ১২ টার দিকে তিনি মারা যান।
বিডি-প্রতিদিন/২৩ এপ্রিল ২০১৬/ হিমেল-১০