চাঁপাইনবাবগঞ্জের তেলকুপী সীমান্তের ওপার থেকে মোঃ নাসিম (১৮) নামে এক বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ। আটককৃত নাসিম শিবগঞ্জ উপজেলার তেলকুপী লম্বাপাড়া গ্রামের মতিউর রহমানের ছেলে।
শুক্রবার রাত ৮ টার দিকে তেলকুপী সীমান্তের ১৮০/৬ এস পিলারের কাছ দিয়ে নাসিমসহ ৫/৬ জন ভারতে অনুপ্রবেশ করলে ভারতের ২৪ ব্যাটালিয়নের শ্মশানী ক্যাম্পের বিএসএফ সদস্যরা সাউন্ড বোমা নিক্ষেপ করে এবং ধাওয়া করে নাসিমকে আটক করে।
৯ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল এসএম আবুল এহসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নাসিমের সাথে আরও ৫/৬ জন ভারতে ফেন্সিডিল আনতে গেলে বিএসএফ সদস্যরা তাকে ধাওয়া করে আটক করে।
তিনি আরও জানান, আজ বিএসএফ বিজিবিকে জানিয়েছে, আটককৃত নাসিমের বিরুদ্ধে ভারতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/২৩ এপ্রিল ২০১৬/ হিমেল-১১