বগুড়ায় দু'একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে গণনা চলছে। ভোট চলাকালে বগুড়ার ধুনট উপজেলা থেকে ৫টি পেট্রোল বোমা উদ্ধার করেছে থানা পুলিশ। এছাড়া দুই একটি ভোট কেন্দ্রে প্রার্থীর সমর্থকদের মধ্যে সাময়িক উত্তেজনা দেখা দেয়। এর আগে শনিবার সকাল থেকে তীব্র দাবদাহ উপেক্ষা করে ভোটাররা লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তত্পর থাকায় তেমন কোনো ঘটনা ছাড়ায় ভোট গ্রহণ শেষ হয়েছে।
জানা যায়, আজ শনিবার বগুড়ার ৩টি উপজেলার ২২টি ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এর মধ্যে রয়েছে ধুনট উপজেলায় ১০টি ইউনিয়ন পরিষদ (ইউপি), গাবতলী উপজেলার ১১ ইউনিয়নে এবং সারিয়াকান্দি উপজেলার স্থগিতকৃত কাজলা ইউনিয়নে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। ধুনট উপজেলায় এবং গাবতলী উপজেলায় ভোট গ্রহণকালে কেন্দ্রের বাহিরে প্রার্থীর সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তত্পর থাকায় কোনো ঘটনা ছাড়ায় নির্বাচন শেষ হয়েছে। তৃতীয় ধাপে বগুড়া জেলার তিনটি উপজেলার ২২টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। তবে ভোটগ্রহণ চলাকালে ধুনট সদর ইউনিয়নের বেলকুচি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পাশে একটি খড়ের পাল্লার ভেতর থেকে ৫টি পেট্রল বোমা উদ্ধার করেছে পুলিশ।
ওই কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পুলিশের পরিদর্শক আশিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে খড়ের পাল্লা তল্লাশি করে পেট্রল বোমাগুলো উদ্ধার করা হয়েছে।
বিডি-প্রতিদিন/২৩ এপ্রিল ২০১৬/শরীফ