বাগেরহাটের পূর্ব সুন্দরবনে মাছ ধরতে গিয়ে বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর হাতে ২৫ জেলে অপহৃত হয়েছে। শুক্রবার রাতে শরণখোলা রেঞ্জের শ্যালা নদীতে এ ঘটনা ঘটে। অপহৃত জেলেদের কাছে ১০ হাজার টাকা করে মুক্তিপণ দাবি করেছে ওই দস্যু বাহিনী।
অপহৃতদের মধ্যে তাৎক্ষণিকভাবে ৯ জনের নাম জানা গেছে। এরা হলো, বাগেরহাটের শরণখোলা উপজেলার পশ্চিম রাজাপুর গ্রামের সারোয়ার হোসেন, হাসিব, মহিদুল, নান্না হাওলাদার, মো. নাসির, মাসুদ, উত্তর রাজাপুর গ্রামের শিফার, দক্ষিণ বাধাল গ্রামের মিলন এবং বাগেরহাটের কচুয়ার বগা গ্রামের আ. খালেক।
ফিরে আসা জেলেরা জানান, ওই রাতে শ্যালা নদীর বিভিন্ন এলাকায় ২৫-৩০ নৌকায় জেলেরা মাছ ধরায় নিয়োজিত ছিলেন। রাত ৩ টার দিকে বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর ১০-১২ জন সশস্ত্র দস্যু হানা দিয়ে জেলেদের মারধর শুরু করে। এসময় প্রত্যেক নৌকা থেকে একজন করে মোট ২৫ জেলেকে অপহরণ করে নিয়ে যায় বনদস্যুরা।
কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন অফিসার লেফটেন্যান্ট ফরিদ জানান, জেলে অপহরণের বিষয়টি কোস্টগার্ডের সকল স্টেশনকে অবহিত করা হয়েছে। এ ব্যাপারে খোঁজ খবর নিয়ে অভিযান পরিচালনা করা হবে।
বিডি-প্রতিদিন/২৩ এপ্রিল ২০১৬/ হিমেল-১৭