বগুড়ার শেরপুর শহরে শারমিন আক্তার তনি (২৬) নামের এক গৃহবধুর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকালে শেরপুর উপজেলার ধুনটমোড়ের একটি ৫ তলা ভবনের তিন তলা থেকে এ লাশ উদ্ধার করে পুলিশ। পরে লাশ ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে প্রেরণ করে পুলিশ।
ঘটনার পর থেকে গৃহবধু শারমিনের স্বামী আব্দুল মতিন দুই সন্তানসহ গা ঢাকা দিয়েছে।
জানা যায়, শেরপুর উপজেলার কুসুম্বী ইউনিয়নের তাঁতরা গ্রামের আমজাদ হোসেন মেম্বারের ছেলে আব্দুল মতিনের সাথে পৌর শহরের ধুনটমোড় এলাকার ধনাঢ়্য ব্যবসায়ী শফিকুল ইসলাম তারুর মেয়ে শারমিন আক্তার তনির নয় বছর আগে বিয়ে হয়। পিতার মৃত্যুর পর থেকে ধুনটমোড় এলাকার পিতার বাড়ির ৩ তলায় থাকতেন তারা।
বিয়ের পর থেকে বিভিন্ন বিষয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া বিবাদসহ মারপিটের ঘটনা ঘটতো। তাদের সংসারে তাসিন (৭) ও তানহা (৩) নামের দুই সন্তান রয়েছে।
নিহত শারমিনের মা ফাহিমা ইসলাম রঙ্গিলা দাবি করেন, শনিবার বিকেল ৩ টায় ভবনের তিন তলায় কোন সারাশব্দ পাওয়া যাচ্ছিল না। পরে সেখানে গিয়ে খাটের উপরে রক্তাক্ত অবস্থায় তনিকে পরে থাকতে দেখে থানায় খবর দেয়া হয়। পরে শেরপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিকেল সাড়ে ৩টায় লাশ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে প্রেরণ করে।
এ ব্যাপারে বগুড়ার শেরপুর থানার এসআই বুলবুল ইসলাম জানান, নিহত তনির মায়ের দেয়া খবর পেয়ে ওই বাড়িতে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে পারিবারিক ঘটনার জের ধরে এ হত্যাকান্ডের ঘটনা ঘটতে পারে।
বিডি-প্রতিদিন/২৩ এপ্রিল ২০১৬/ হিমেল-১৮