জমিজমা বিরোধের জের ধরে ঝিনাইদহের হরিণাকুন্ডুতে ছোট ভায়ের হাতে বড় ভাই ছবের মন্ডল (৬৫) খুন হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ছোট ভাই সাত্তার মন্ডল ও তার স্ত্রী জাহানারা বেগমকে গ্রেফতার করেছে।
শনিবার বিকালে উপজেলার কাপাসাটিয়া ইউনিয়নের শীতলী গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শনিবার বিকালে হরিণাকুন্ডু উপজেলার শিতলী গ্রামে
জমাজমি ভাগাভাগি নিয়ে ভাই ছবের মন্ডল ও ছোট ভাই সাত্তার মন্ডলের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ছাত্তার মন্ডলসহ স্ত্রী জাহানার ও তার ছেলেরা জোটবদ্ধ হয়ে বড় ভাইয়ের মাথায় আঘাত করে। এ সময় তাকে মারাত্মক আহত অবস্থায় উদ্ধার করে হরিনাকুন্ডু স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তৃব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
বিডি-প্রতিদিন/২৩ এপ্রিল, ২০১৬/মাহবুব