ঝিনাইদহ জেলার কালীগঞ্জে একটি যাত্রীবাহী বাসের চাপায় রাতুল (৭) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে।
শনিবার বিকালে উপজেলায় শাহপুর ঘিঘাটি ফুলবল মাঠ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাতুল শাহপুর ঘিঘাটি গ্রামের জামিরুল ইসলামের ছেলে এবং শাহপুর ঘিঘাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্র ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল সাড়ে ৪টার দিকে রাতুল কালীগঞ্জ-কোটচাদপুর সড়কের পাশে শাহপুর ফুটবল মাঠ এলাকা দিয়ে রাস্তা পার হচ্ছিল। এ সময় কোটচাদপুর থেকে ছেড়ে আসা কালীগঞ্জগামী একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বিডি-প্রতিদিন/২৩ এপ্রিল, ২০১৬/মাহবুব