বিএনপি বিবৃতিনির্ভর দল বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী। তিনি বলেন, আওয়ামী লীগ জনগণের দল। তারা মিথ্যাচার ও ষড়যন্ত্র করে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে হটাতে চায়। কিন্তু বিএনপিকে মোকাবিলায় যুবলীগ রাজপথে ছিল, আছে ও থাকবে।
শনিবার দুপুরে ময়মনসিংহ নগরীর বাইপাস মোড়ে মহানগর যুবলীগ আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
মহানগর যুবলীগ নেতা শাহীনুর রহমানের সভাপতিত্বে পথসভায় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, ময়মনসিংহ পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগ সদস্য ইশরামুল হক টিটু, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক মোহিত উর রহমান শান্ত, কেন্দ্রীয় যুবলীগের দপ্তর সম্পাদক কাজী আনিসুর রহমান প্রমুখ।
কেন্দ্রীয় যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীকে ময়মনসিংহ নগরীর প্রবেশমুখ বেলতলী এলাকায় ধান ও দুর্বা দিয়ে বরণ করে নেন মহানগর যুবলীগের নেত্রীরা। পরে বাইপাস মোড় এলাকায় পথসভার শুরুতেই তাকে ক্রেস্ট ও মানপত্র প্রদান করেন মহানগর যুবলীগ নেতা শাহীনুর রহমান।
পরে যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী নগরীর টাউন হল এলাকায় জেলা যুবলীগের উদ্যোগে এক পথসভায় বক্তব্য রাখেন। পরে তিনি জামালপুরের উদ্দেশ্যে যাত্রা করেন।
বিডি-প্রতিদিন/২৩ এপ্রিল, ২০১৬/মাহবুব