ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার প্রত্যন্ত গোয়ালনগর ইউনিয়নের ভিটাডুবি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের পাঁচটি ব্যালট বাক্স ছিনিয়ে নিয়েছে মেম্বার প্রার্থীর সমর্থকরা। শনিবার রাত সাড়ে নয়টার দিকে ভোটগণনা শেষে ব্যালট বাক্স উপজেলা সদরে নিয়ে যাওয়ার প্রস্তুতিকালে এ ঘটনা ঘটে।
ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার সুমন কুমার দাশ এ তথ্য জানান। তিনি জানান, ওই ওয়ার্ডের মেম্বার প্রার্থী মাসুক মিয়ার (তালা প্রতীক) সমর্থকরা ভোটগণনা শেষে একসঙ্গে জড়ো হয়ে অতর্কিত হামলা চালিয়ে পাঁচটি ব্যালট বাক্স লুটে নেয়।
বিষয়টি নিশ্চিত করে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের জানান, ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার পাঁচটি ব্যালট বাক্সসহ নির্বাচনী সব সরঞ্জাম লুটের কথা জানিয়েছেন। তবে এর আগেই ভোটের ফলাফল ঘোষণা হয়ে যায়।
বিডি-প্রতিদিন/২৪ এপ্রিল ২০১৬/শরীফ