ধামরাইয়ে দুই ব্যবসায়ীকে ব্যারিকেড দিয়ে ঢাকা-আরিচা মহাসড়কের শ্রীরামপুর এলাকা থেকে একটি মোটরসাইকেল ও ৩৭ হাজার টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটে গতকাল সন্ধ্যায়। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।
জানা গেছে, সাভার ব্যাংক টাউন এলাকা থেকে ইশতিয়াক আহম্মেদ আশিক ও তার এক বন্ধু একটি পালসার মোটরসাইকেল নিয়ে রাজবাড়ী জেলার পাংশা উপজেলার ভাতশালা গ্রামের বাড়িতে রওনা হন। তারা সন্ধ্যা ছয়টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের শ্রীরামপুরের গ্রাফিক্স টেক্সটাইল কারখানার পশ্চিম পাশে পৌঁছলে অপর একটি মোটরসাইকেলে করে তিন দুর্বৃত্ত পিছন দিক থেকে গিয়ে সামনে ব্যারিকেড দেয়। এসময় ধারালো অস্ত্র্র ও পিস্তল দিয়ে প্রাণনাশের ভয় দেখিয়ে মোটরসাইকেল, ৩৭ হাজার ও পাঁচটি মোবাইল সেট ছিনিয়ে নেয়। এ ঘটনায় ইশতিয়াক আহম্মেদ বাদী হয়ে ধামরাই থানায় মামলা দায়ের করেন।
বিডি-প্রতিদিন/২৪ এপ্রিল ২০১৬/শরীফ