একটি বিদেশি পিস্তলওি ৪ রাউন্ড গুলিসহ কথিত সর্বহারা দলের নেতা আসলাম বেপারীকে শনিবার রাতে মাদারীপুরের শিবচরে গ্রেফতার করেছে শিবচর থানা পুলিশ।
পুলিশ জানায়, শনিবার রাতে শিবচর উপজেলার বহেরতলা (দক্ষিণ) ইউনিয়নের বহেরাতলা তাহের ফকিরকান্দি থেকে শিবচর থানার এসআই ইব্রাহিম পাটোয়ারী অভিযান চালিয়ে কথিত সর্বহারা দলের নেতা আসলাম বেপারীকে (৪০) গ্রেফতার করে। আটককালে তার কাছ ৫০ পিস ইয়াবা পাওয়া যায়। পরে গ্রেফতারকৃত আসলাম বেপারীর স্বীকারোক্তি অনুযায়ী আজ রবিবর সকালে তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
আটককৃত আসলাম বেপারী মাদারীপুর সদর উপজেলার ধুরাইল খালাসি কান্দি গ্রামের আবদুল আলীম বেপারীর ছেলে। এছাড়া একই সময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
শিবচর থানা মো. জাকির হোসেন মোল্লা জানান, গ্রেফতারকৃত আসলাম বেপারী একজন দুর্ধর্ষ সন্ত্রাসী। সে সর্বহারা দলের আঞ্চলিক নেতা। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। শিবচর উপজেলার বহেরতলা দক্ষিণ, বহেতলা উত্তর এবং নিলখি ইউনিয়ন তার বিচরণ ক্ষেত্র। তার বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ২৪ এপ্রিল, ২০১৬/ রশিদা