পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগে অনিয়ম-দুর্নীতি ও স্বজনপ্রীতিসহ বিভিন্ন অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে এলাকাবাসী।
বরিবার বেলা ১১টার দিকে সম্মিলিত দুমকীবাসীর ব্যানারে বিক্ষোভ মিছিলটি পীরতলা বাজার থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে সিনেমা হল সংলগ্ন প্রধান গেইট ঘুরে পূর্ব গেইটের সামনে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. শফিকুল ইসলাম খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপি নেতা ও জমিদাতা আলমগীর হোসেন মৃধা, জাপা নেতা সৈয়দ মো. জিয়াউল হাসান, মিরাজ খন্দকার, কেএম মেহেদী হাসান, সোহেল শরীফ প্রমুখ। এতে মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সুশীল সমাজের প্রতিনিধিসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, পবিপ্রবি’র শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগে পোষ্য ও মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রেও অগ্রাধিকার দেয়া হয় না।
একই দাবিতে সম্প্রতি সম্মিলিত দুমকীবাসীর ব্যানারে মানববন্ধন ও প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করা হয়।
বিডি-প্রতিদিন/২৪ এপ্রিল, ২০১৬/মাহবুব