বাগেরহাটের শরণখোলায় একটি কওমী মাদ্রাসার ছাত্রাবাসে রাতের খাবার খেয়ে ৩৫জন ছাত্র অসুস্থ হয়ে পড়েছেন। এদের মধ্যে ১০জনকে শরণখোলা উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি ২৫ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। হাসপাতালের চিকিৎসকরা এ তথ্য নিশ্চিত করেছেন।
শরণখোলা উপজেলার গোলবুনিয়া এলাকার আল-জামিয়া কাসেমুল উলুম কওমী মাদ্রাসার ছাত্রাবাসে থাকা অর্ধশত ছাত্র প্রতিদিনের ন্যায় শনিবার রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। রবিবার সকাল থেকে মাদ্রাসার প্রথম থেকে চতুর্থ শ্রেণির ছাত্র আব্দুল্লাহ(১১), রহমতুল্লাহ(১০), রাকিব(৯), তরিক(১০), মিনহাজ(১২), মেহেদী(১০), ওমর ফারুক(১২), শান্ত (১০), ইমরান (১১), মহিবুল্লাহ(১২), কাওসার (১১) ও সাইফুলসহ (১৩) ৩০/৩৫জন ছাত্রের পেটে ব্যাথা ও বমি শুরু হয়। বিষয়টি মাদ্রাসা কর্তৃপক্ষ প্রথমে সামাল দেয়ার চেষ্টা করে। পরে অসুস্থ ছাত্রদের অবস্থা নিয়ন্ত্রনের বাইরে চলে গেলে রবিবার সন্ধ্যায় তাদের শরণখোলা হাসপাতালে নিয়ে আসা হয়।
এ সময় ১০জনকে ভর্তি করা হলেও বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আসলাম হোসেন জানান, খাবারের সাথে কোন চেতনানাশক ঔষধ মিশ্রিত থাকায় ওই শিক্ষার্থীরা একযোগে অসুস্থ হয়ে পড়েছে।
বিডি-প্রতিদিন/২৪ এপ্রিল ২০১৬/ এস আহমেদ