কুমিল্লার চান্দিনায় ককটেল তৈরির সময় বিষ্ফোরণে তিন যুবক আহত হয়েছে। রবিবার রাত ৮টার দিকে উপজেলা সদরের পল্লী বিদ্যুৎ রোড এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- উপজেলার মহারং গ্রামের আব্দুর রবের ছেলে সোহেল (২৪), আবুল কাশেমের ছেলে হাসান (২৫) ও রিপন (২৩) নামে একজন। রিপনের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। তাদের মধ্যে সোহেল ও হাসানকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ধারণা করা হচ্ছিলো ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে পল্লী বিদ্যুৎ রোডের তাহের স্বর্ণকারের তাহের মঞ্জিল ভাড়া নিয়ে ককটেল তৈরি করছিল কয়েকজন যুবক। হঠাৎ বিকট শব্দের সাথে কয়েকজন যুবক দৌঁড়ে পালিয়ে যায়। এদের মধ্যে দুইজন রক্তাক্ত অবস্থায় ফ্লোরে পড়ে ছিল।
চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার মাসুম বিল্লাহ জানান, আহতদের মধ্যে আমাদের হাসপাতালে ২ জনকে আনার পর তাদের অবস্থার অবনতি ঘটলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
চান্দিনা থানার ওসি রসুল আহমেদ নিজামী জানান, ঘটনা শুনে আমরা ঘটনাস্থলে যাই। তবে বাসায় কাউকে পাইনি। কিছু রক্তের দাগ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সেখানে ককটেল তৈরি হচ্ছিলো।
বিডি-প্রতিদিন/২৪ এপ্রিল ২০১৬/ এস আহমেদ