ট্রেনের ধাক্কায় কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মীর মোশাররফ হোসেন কিশোরের (২৭) মৃত্যু হয়েছে। রবিবার রাত সাড়ে ১০টায় শহরের বাবর আলী গেট লেভেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
কুষ্টিয়া পোড়াদহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুনীল কুমার ও কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি আলী মর্তুজা খসরু জানান, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক কিশোর শহরের এনএস রোড থেকে নিজ বাসা হাউজিংয়ে ফেরার পথে রেললাইন পার হচ্ছিলেন। এ সময় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/২৫ এপ্রিল ২০১৬/শরীফ