মুন্সীগঞ্জের লৌহজংয়ে নৌকা প্রতীকে ভোট দেয়ায় পরাজিত আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীর কর্মী ও সমর্থকরা হামলা চালিয়েছে। হামলাকারীরা হিন্দু সম্প্রদায়ের ১৫টি বাড়িঘর ভাংচুর ও লুটপাট করা হয়। এসময় ধারালো অস্ত্রের আঘাতে ২০-২৫ জন নারী ও পুরুষ আহত হন।
শনিবার রাতে উপজেলার খিদিরপাড়া ইউনিয়নের পিংরাইল গ্রামে এ ঘটনা ঘটে।
আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ২৫ এপ্রিল, ২০১৬/ রশিদা