ফেনীর সোনাগাজীতে পূর্ব শত্রুতার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে সোমবার সকালে এক ছাত্রলীগ কর্মী নিহত হয়েছেন। এসময় সংঘর্ষে কমপক্ষে ৫ জন আহত হয়েছেন। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ ইব্রাহীমসহ ৩ জনকে আটক করেছে।
নিহত কামরুল হাসান রকি সোনাগাজী সদর ইউনিয়নের ছাডাইচচান্দি গ্রামের প্রবাসী নূর নবীর ছেলে।
সোনাগাজী থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবির জানান, রকির সাথে সুলাখালী বাজারের ইয়াছিন, সাইফুল ও মাঈন উদ্দিনসহ কয়েকজনের পূর্ব বিরোধ ছিল। সোমবার সকালে রকি তার কয়েকজন সঙ্গীসহ সুলাখালী গ্রামে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে বিক্ষুব্ধরা একটি মোটরসাইকেল ও একটি সিএনজি অটোরিক্সায় আগুন দেয় এবং কয়েকটি দোকান ভাঙচুর করে।
বিডি-প্রতিদিন/ ২৫ এপ্রিল, ২০১৬/ রশিদা