স্বীকৃতিপ্রাপ্ত নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্তির দাবিতে ফরিদপুরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশন ফরিদপুর জেলা শাখার আয়োজনে স্থানীয় প্রেসক্লাবের সামনে সকাল সাড়ে ১০টা থেকে ১১টা পর্যন্ত আধা ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন চলাকালীন সময়ে বক্তব্য রাখেন নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের সভাপতি আমিনুল হক, সাধারন সম্পাদক খায়রুল আলম, তোরাব আলী ফকির, সুলতান মিয়া, মাহাবুবুর রহমান প্রমুখ।
মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্তি ও যোগদানের তারিখ হতে চাকুরীর বয়স গণনার দাবি জানান। মানববন্ধন কর্মসূচিতে ফরিদপুর জেলার নন-এমপিও ৬৫টি শিক্ষা প্রতিষ্ঠানের কয়েকশ শিক্ষক-কর্মচারী অংশ নেন।
বিডি-প্রতিদিন/ ২৫ এপ্রিল, ২০১৬/ রশিদা