রাঙামাটি চাকমা সার্কেল চিফ রাজা ব্যারস্টিার দেবাশীষ রায়ের মা (রাজমাতা) রানী আরতি রায় আর নেই। রবিবার দিবাগত রাত ৩টার দিকে ঢাকা থেকে রাঙামাটি আসার পথে অ্যাম্বুলেন্স শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।
রাঙামাটি জেলা সিভিল সার্জন ডা. স্নেহ কান্তি চাকমা রাজমাতার মৃত্যুর খবরটি নিশ্চিত করে জানান, রাজমাতা লিভার জনিত জটিলতাসহ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
গত ১৬ এপ্রিল রাজমাতাকে গুরুতর অসুস্থ অবস্থায় এয়ার এ্যাম্বুলেন্স (বিশেষ হেলিকপ্টার) মাধ্যমে রাজমাতাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে ৯দিন চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। কিন্তু সেখানেও তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকের পরার্মশে চাকমা রানী ইয়েন ইয়েন রাজমাতাকে ঢাকা স্কয়ার হাসপাতালে রাঙামাটি নিয়ে আসছিলেন। কিন্তু রাতে ৩টার দিকে রাঙামাটি আসার পথে রাজমাতা পরলোকগমন করেন।
এদিকে, সকালে রাঙামাটির চাকমা রাজমাতা আরতি রায়ের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে পুরো রাজবনবিহার এলাকায়। দলে দলে লোকজন রাজমাতাকে শেষ বারের মতো এক নজর দেখা এবং শ্রদ্ধা জানানোর জন্য রাজবাড়ী এবং রাজবন বিহারে ছুটে যান।
রাজবন বিহার কর্তৃপক্ষ প্রয়াত রাজমাতার আত্মার সদগতি কামনা করে বিহার এলাকায় বিশেষ প্রার্থনা সভার আয়োজন করেছে।
প্রসঙ্গত, রাঙামাটি রাজমাত রানী আরতি রায় চাকমা সার্কেল ৫০তম রাজা ত্রিদিব রায়ের সহধর্মিণী ছিলেন। তিনি দীর্ঘদিন রাঙামাটি চাকমা রানী হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি রাঙামাটিতে চাকমা রাজামাতা হিসেবে পরিচিত।
বিডি-প্রতিদিন/ ২৫ এপ্রিল, ২০১৬/ রশিদা