সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক সড়কের কাজিপুর উপজেলা সীমান্ত বাজার এলাকায় বিআরটিসির একটি যাত্রীবাহী বাসের চাপায় মোখলেসুর রহমান (৩৫) নামে এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোখলেসুর রহমান উপজেলার বাংলাবাজার উচ্চ বালিকা বিদ্যালয়ের মেৌলভী শিক্ষক ও গান্ধাইল কামারপাড়া গ্রামের হোসেন আলীর ছেলে ছিলেন।
প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা স্বপন আহমেদ জানান, মোটরসাইকেল নিয়ে স্কুলে যাবার পথে সীমান্ত বাজারের উত্তরপাশে রাস্তার উপরে স্তূপীকৃত বালুর সঙ্গে স্লিপ কেটে মোটরসাইকেলসহ মোখলেসুর রহমান রাস্তার উপর পড়ে যান। এসময় পেছন থেকে আসা বিআরটিসির যাত্রীবাহী একটি বাস তাকে চাপা দেয়। এতে বাসের পিছনের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সমীর কুমার কুন্ড জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/২৫ এপ্রিল ২০১৬/শরীফ