সিরাজগঞ্জের সলঙ্গায় আব্দুল হাই (৬৫) নামে এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার সকাল ১১ টায় জগন্নাথপুর গ্রামের একটি পুকুরের পাশে লাটিম গাছ থেকে পুলিশ তার লাশটি উদ্ধার করে। আব্দুল হাই সলঙ্গা থানার কুমাজপুর গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে।
সলঙ্গা থানার উপ-পরিদর্শক মফিজুল ইসলাম জানান, ভোরে ফজরের নামাজ পড়ে বৃদ্ধ আব্দুল হাই বাড়ি থেকে হাটতে বেরিয়ে যান। এরপর তিনি আর বাড়ী ফেরেনি।
সকালে জগন্নাথপুর পুকুরের পাশে লাটিম গাছে তার ঝুলন্ত লাশ দেখে এলাকাবাসী থানায় সংবাদ দেয়ার পর বৃদ্ধের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। তবে কি কারণে তিনি আত্মহত্যা করেছেন তা জানা যায়নি।
বিডি-প্রতিদিন/২৫ এপ্রিল ২০১৬/ হিমেল-০৫