এমপিওভূক্তির দাবিতে সিরাজগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারিরা। আজ সকালে শহরের চৌরাস্তার মোড় প্রেসক্লাবের সামনে নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশন সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে এক কর্মসূচী পালিত হয়।
এতে জেলার বিভিন্ন স্কুল-কলেজ, মাদরাসার শিক্ষক-কর্মচারীরা অংশগ্রহন করেন। কর্মসুচী চলাকালে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম, সহ-সভাপতি সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হযরত আলী, শিক্ষক নেতা মোসলেম উদ্দিন, আব্দুল মান্নান, রুবা খাতুন ও রাজিয়া সুলতানা প্রমুখ।
মানববন্ধন শেষে শিক্ষকরা শহরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।
বিডি-প্রতিদিন/২৫ এপ্রিল ২০১৬/ হিমেল-০৭