কক্সবাজারের টেকনাফে পাচারকালে ১০টি স্বর্ণের বারসহ মো. ইদ্রিস (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোনাসহ গ্রেফতারকৃত যুবক সাবরাং ইউনিয়নের হাজি খুইল্লা মিয়ার ছেলে বলে জানা গেছে।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল ৬টার দিকে ২ বর্ডার গার্ড ব্যাটেলিয়ান অধিনায়ক লে. কর্ণেল মোঃ আবু জার আল জাহিদের নেতৃত্বে দমদমিয়া বিওপি চৌকির একটি টিম চেকপোষ্ট বসিয়ে কক্সবাজারগামী একটি মিনিবাসে তল্লাশি চালায়।
এসময় ১০টি স্বর্ণের বারসহ (১৪২ ভরি ৬ আনা ৫ রতি) ঐ যুবককে গ্রেফতার করা হয়। স্বর্ণসহ গ্রেফতারকৃত যুবকের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
বিডি-প্রতিদিন/২৫ এপ্রিল ২০১৬/ হিমেল-০৮