জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলায় বন্যহাতির আক্রমণে সাজু মিয়া (২০) নামে এক কৃষক নিহত হয়েছে। নিহত সাজু উপজেলার কামালপুর ইউনিয়নের সীমান্তবর্তী বালুরচর গ্রামের ইদ্রিস আলীর ছেলে।
সম্প্রতি ইরি ও বোরো ধান পাকতে শুরু করায় সীমান্তের ওপার থেকে ভারতীয় বন্যহাতির দল সেই পাকা ধান খেতে আসছে বাংলাদেশ সীমান্তে। হাতির আক্রমণ থেকে ধান রক্ষায় রাতে কৃষকরা দল বেধে ধানক্ষেত পাহারা দেয়।
রোববার রাত ১২ টায় একদল হাতি সীমান্ত অতিক্রম করে ধানক্ষেতে ঢুকে পড়লে স্থানীয়রা বাধা দেয়। এতে হাতি ক্ষিপ্ত হয়ে কৃষক সাজু মিয়াকে আক্রমণ করে। গুরুতর আহতাবস্থায় সাজুকে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সোমবার ভোরে তিনি মারা যান।
বিডি-প্রতিদিন/২৫ এপ্রিল ২০১৬/ হিমেল-১০