ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার চুন্টা ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণকালে জাল ভোটের ছবি তোলায় তিন সাংবাদিকের উপর হামলার ঘটনায় হত্যাপ্রচষ্টোর অভিযোগ এনে একটি মামলা দায়ের করা হয়েছে। রবিবার রাতে মারধরের শিকার এটিএন নিউজের চিত্র সাংবাদিক সুমন রায় বাদী হয়ে তিনজনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাত আরও ২০-২৫ জনকে আসামি করে সরাইল থানায় মামলাটি করেন।
মামলায় চুন্টা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. শাহজাহান মিয়াকে প্রধান আসামি করা হয়েছে। মামলার অন্যান্য আসামীরা হচ্ছেন মো. সামছুল হক (২৬) ও মো. মুকবুল মিয়া (৩০)। এ ছাড়াও অজ্ঞাতনামা ২০-২৫ জনকে আসামি করা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, গত ২৩ এপ্রিল সকাল সাড়ে ৯টার দিকে নির্বাচন কমিশনের পর্যবেক্ষণ কার্ড নিয়ে নির্বাচনী দায়িত্ব পালনে এটিএন নিউজের পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান পীযূষ কান্তি আচার্য, চিত্র সাংবাদিক সুমন রায় ও মাইটিভির চিত্র সাংবাদিক হাসান জাবেদ চুন্টা ইউনিয়নের এসি একাডেমী ভোটকেন্দ্রে যান। চিত্র সাংবাদিক সুমন রায় ওই কেন্দ্রে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. শাহজাহানের সমর্থকদের জাল ভোটের ছবি তোলার সময় তার নেতৃত্বে ২০-২৫ জন অজ্ঞাত যুবক সুমনকে বেদম পিটিয়ে রক্তাক্ত জখম করেন এবং জাল ভোটের ছবি নষ্ট করার জন্য এটিএন নিউজের ভিডিও ক্যামেরাটি ভাংচুর করে পানিতে ফেলে দেয়। এসময় সুমনের আর্তচিৎকার শুনে সাংবাদিক পীযূষ কান্তি আচার্য ও হাসান জাবেদ এগিয়ে এসে সুমনকে উদ্ধার করতে চাইলে সন্ত্রাসীরা তাদের উপরও হামলা চালায় এবং মারধর করে। হামলাকারীরা তাদের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। তাদের উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে ভর্তি করা হয়।
সরাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রূপক কুমার সাহা মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে
বিডি-প্রতিদিন/২৫ এপ্রিল ২০১৬/শরীফ