কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে ৯৮০ পিস ইয়াবা ও ২৪ বোতল বিয়ারসহ ৩ পাচারকারীকে আটক করেছে উখিয়া থানা পুলিশ ও পালংখালী বিজিবি। সোমবার গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
উখিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক মোঃ মশিউর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উখিয়ার মহুরীপাড়া নামক স্থানে কক্সবাজার গামী একটি সিএনজি গাড়ীতে তল্লাশী চালিয়ে উক্ত ইয়াবাসহ ২ পাচারকারীকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন, টেকনাফ কাটাখালী এলাকার মৃত মোঃ আলীর ছেলে আবু তাহের (৩৫) ও একই এলাকার হোছেন আলীর ছেলে শাহ আলম (৩০)।
এদিকে পালংখালী বিজিবি’র হাবিলদার আবুল কালাম জানান, সোমবার সকালে উপজেলার থাইংখালী ষ্টেশন থেকে ২৪ বোতল বিয়ারসহ টেকনাফ উপজেলার কারাংখালী এলাকার মৃত হাজী ছলিম উল্লার ছেলে খুইল্যা মিয়াকে আটক করা হয়েছে।
আটক এসব মাদক পাচারকারীদের সোমবার দুপুরে কক্সবাজার আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন উখিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ হাবিবুর রহমান।
বিডি-প্রতিদিন/২৫ এপ্রিল ২০১৬/ হিমেল-১৩