পটুয়াখালীর কলাপাড়ায় সজিব (১১) ও রহমান (১২) নামের দুই স্কুল ছাত্র ৯ দিন ধরে নিখোঁজ রয়েছে। ফলে এ দুই পরিবারে বিরাজ করছে অজানা শঙ্কা।
পরিবার সূত্রে জানা গেছে, ১৭ এপ্রিল এরা দু’জন বাড়ি থেকে কলাপাড়া শহরের বৈশাখী মেলা দেখতে যায়। এরপর থেকে তারা নিখোঁজ রয়েছেন। উভয়ের বাড়ি চাকামইয়া ইউনিয়নের মৌলভী তবক গ্রামে।
নিখোঁজ সজিব বেতমোর মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র। তার বাবার নাম মোস্তফা কামাল। অন্যদিকে রহমানের বাবার নাম মোকসেদুল।
এ ঘটনায় কলাপাড়া থানায় গত ২২ এপ্রিল একটি জিডি করা হয়েছে। বর্তমানে এই দুই পরিবারের সদস্যরা আতঙ্ক আর উৎকন্ঠায় দিন পার করছে।
বিডি-প্রতিদিন/২৫ এপ্রিল ২০১৬/ হিমেল-১৪