সব নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে সোমবার সকালে ঝিনাইদহ শিক্ষক-কর্মচারী ফেডারেশনের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
মানববন্ধনে শিক্ষক আক্তারুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ শিক্ষক সমিতির জেলা সভাপতি মো. মহিউদ্দিন। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির প্রকাশক ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. শরিফুজ্জামান, ফেডারেশনের সাধারণ সম্পাদক শওকত হোসেন, প্রভাষক এম আক্তার মুকুল, জাহিদুল ইসলাম ও আব্দুল হামিদ প্রমুখ।
মানববন্ধন শেষে জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদারের কাছে স্মারকলিপি প্রদান করেন তারা।
বক্তারা বলেন, নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের ১২ লাখের বেশি শিক্ষক-কর্মচারী বেতন-ভাতা ও কোনোরকম সরকারি সুযোগ-সুবিধা না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন। এ জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ একান্তভাবে প্রয়োজন।
বিডি-প্রতিদিন/ ২৫ এপ্রিল, ২০১৬/ রশিদা