রাবি শিক্ষক হত্যার প্রতিবাদ ও ঐক্যবদ্ধ জাসদের দাবীতে চাঁপাইনবাবগঞ্জে গণমিছিল ও সমাবেশ করেছে জেলা জাসদ। আজ দুপুর পৌনে বারটায় শহরের নিমতলা কার্যালয় থেকে একটি গণমিছিল শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শহীদ নাম ফলক স্তম্ভে এসে সমাবেশর মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, জেলা জাসদের সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম, জাসদ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সম্পাদক মাহবুব-উল-ইসলাম, জেলা শ্রমিক জোটের সভাপতি আবু বাক্কার, জাতীয় যুবজোট কেন্দ্রীয কমিটির সদস্য ও জেলা সভাপতি হাবিবুর রহমান, শিবগঞ্জ উপজেলা জাসদ নেতা আজিজুর রহমান, জাসদ ছাত্রলীগের জেলা কমিটির সহ-সভাপতি আক্তার হামিদুজ্জামান, শিবগঞ্জ উপজেলা জাসদ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. অসিম প্রমূখ।
বক্তাগণ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রেজাউল করিম হত্যার তীব্র প্রতিবাদ করেন ও হত্যাকারীদের চিহ্নিত করে তাদের দৃষ্টান্তমূলক বিচার দাবী করেন। সেই সাথে তারা কেন্দ্রীয় জাসদের অখন্ডতা রক্ষা করে ঐক্যবদ্ধ জাসদের ব্যাপারে কেন্দ্রীয় নেতাদের দৃষ্টি আকর্ষন করেন।
বিডি-প্রতিদিন/২৫ এপ্রিল ২০১৬/ হিমেল-১৫