সিরাজগঞ্জ সদরে ও সলঙ্গায় র্যাব ও ডিবি পুলিশ পৃথক অভিযান চালিয়ে ৭৮ বোতল ফেন্সিডিল, একশ গ্রাম হেরোইন ও ১৯৫ পিস ইয়াবাসহ তিন যুবককে আটক করেছে। আজ সকালে র্যাব-১২ সদস্যরা সলঙ্গার রামারচরে ও দুপুরে ডিবি পুলিশ শহরের সয়াধানগড়া মধ্য মহল্লায় অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটককৃতরা হলেন, রাজশাহীর চারঘাট থানার মিয়াপুর গ্রামের এমাজ উদ্দিনের ছেলে রুবেল (২৫), সিরাজগঞ্জের শাহজাদপুর থানার আংগারো পূর্বপাড়ার মৃত তারা প্রামানিকের ছেলে রতন প্রামানিক (২৮) ও সিরাজগঞ্জ পৌর শহরের মাহমুদপুর ২ নং গলির নুর মোহাম্মদ ওরফে গ্যাদার ছেলে ইব্রাহীম (২৯)।
র্যাব-১২ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার এ্যাডিশনাল এসপি আকরামুল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রামারচর গ্রামের সিরাজুল ইসলামের মুদির দোকানের সামনে অভিযান চালিয়ে মোটর সাইকেলসহ দুজনকে আটক করা হয়। পরে তল্লাশী চালিয়ে ৭৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
এদিকে, ডিবি পুলিশের উপ-পরিদর্শক রওশন আলী জানান, দুপুরের সয়াধানড়া মধ্য পাড়ায় ইব্রাহীমের ভাড়া বাসায় অভিযান চালানো হয়। এসময় একশ গ্রাম হেরোইন ও ১৯৫ পিস ইয়াবাসহ ইব্রাহীমকে আটক করা হয়। উভয় ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।
বিডি-প্রতিদিন/২৫ এপ্রিল ২০১৬/ হিমেল-১৬