রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় তুুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মিনারুল ইসলাম (৫৫) নামের এক কৃষককে পিটিয়ে হত্যা করা হয়েছে।
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোর ৪টার দিকে ওই কৃষকের মৃত্যু হয়।
এ ঘটনায় এক নারীসহ দুইজনকে আটক করেছে পুলিশ। নিহত কৃষক মিনারুলের বাড়ি উপজেলার পিরিজপুর বাগানপাড়া এলাকায়।
গোদাগাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম আবু ফরহাদ জানান, রবিবার সকালে মিনারুল ইসলামের বাড়ি সামনে এলাকার কয়েকজন শিশু ক্রিকেট খেলছিল। এ সময় একটি বল গিয়ে মিনারুলের ৬ বছর বয়সী ছেলের শরীরে লাগে। এতে ক্ষিপ্ত হয়ে মিনারুল ওই শিশুদের গালাগালি শুরু করেন। এ নিয়ে তার প্রতিবেশী ময়দুল ইসলামের সঙ্গে মিনারুলের কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে দুইপক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে উভয়পক্ষের কয়েকজন আহত হন। পরে পিটিয়ে আহত করা হয় মিনারুলকে। গরুতর আহত অবস্থায় প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে ওইদিনই চিকিৎসক তাকে রামেক হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরে তার মৃত্যু হয়।
ওসি আরও জানান, মিনারুলের মৃত্যুর পর ময়দুল ইসলাম (৪৫) এবং তার স্ত্রী সোহাগী বেগম টুকুকে (৪০) আটক করা হয়েছে। এ ঘটনায় নিহতের মেয়ে বাদী হয়ে থানায় মামলা করেছেন।
বিডি-প্রতিদিন/ ২৫ এপ্রিল ১৬/ সালাহ উদ্দীন